নিজস্ব প্রতিবেদক : বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা (কান্দি পাড়া) গ্রামের বাসিন্দা আদম আলী (৭৫)’র মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান। সংবাদপত্রে এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল ১১টায় যাত্রাপাশা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।