প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে বাতিরপুর পূজা কমিটির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় অনুকুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও বাবুল রায়ের পরিচালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ডাঃ অসিত রঞ্জন দাস, উত্তম অধিকারী, হরেকৃষ্ণ দাশ, সনজিত কুমার দাশ, অঞ্জন দাশ প্রমুখ।
আতাউর রহমান সেলিম উপস্থিত হয়ে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এ সময় উপস্থিত ২ শতাধিক মানুষ হাত তুলে তাকে সমর্থন জানিয়েছেন।