স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ আতাউর রহমান সেলিম মেয়র পদে তাকে বিজয়ী করায় পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।পাশাপাশি তিনি এই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে বিগত একটি মাস আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেভাবে পরিশ্রম করেছেন তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দলের বাহিরেও জেলার সাংস্কৃতিক কর্মী,ক্রীড়াঙ্গন ও পরিবহন সেক্টরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
এক বিবৃতিতে তিনি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যারা দায়িত্বপালন করেছেন সেই সরকারি- বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আতাউর রহমান সেলিম আরও বলেন,জনগণ আমাকে ভোট ও ভালোবাসা দিয়েছেন হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের প্রত্যাশায়।
আমি বর্তমান সরকারের উন্নয়নের মূল স্রোতে এই পৌরসভাকে নিয়ে যাব এবং আমার নির্বাচনী ২১দফা ইশতেহারকে সাথে নিয়ে সবার পরামর্শ নিয়ে এই পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তর করব ইনশাআল্লাহ।আমি কাজের মাধ্যমেই জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই।