সাহিদুর রহমান/ শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : আজ বুধবার ( ২৬ আগস্ট) বানিয়াচংয়ের সোমায়াম ফরেস্ট নামে খ্যাত (হরতির জঙ্গল) পরিদর্শনে আসছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (ইংরেজি: Bangladesh Environmental Lawyers Association) (সংক্ষেপে বেলা: BELA), প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান। বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি অমুনাফাভোগী আইনজীবি সংগঠন, যা ১৯৯২ খ্রিষ্টাব্দে, পরিবেশ সংরক্ষণে আইনি সহায়তার প্রয়োজনে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৩ খ্রিষ্টাব্দে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) ঘোষিত গ্লোবাল ৫০০ রোল অফ ওনর পুরস্কারে ভূষিত হয়। সংগঠনটি বাংলাদেশে শীর্ষস্থানীয় আইনজীবি সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে পরিবেশ রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। একারণে ২০০৭ খ্রিষ্টাব্দে বেলা, বাংলাদেশ সরকারের “পরিবেশ পুরস্কার”-এ ভূষিত হয়।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এর গ্রামের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। তিনি কাজের স্বীকৃতি হিসেবে রামোন ম্যাগসেস আন্তর্জাতিক পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। সৈয়দা রেজওয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করেছেন।