বানিয়াচংয়ে আজ শনিবার আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি। মন্ত্রীর আগমনকে ঘিরে উপজেলায় নানা সাজে সজ্জিত হয়েছে বিভিন্ন সড়ক ও ভবন। উপজেলা সদর ও হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে সাঁটানো হয়েছে প্রায় শতাধিক তোরণ। মন্ত্রীর আগমনকে সফল করতে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান শ্রেণিপেশার ব্যক্তিদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ-উদ্দিপনা দেখা দিয়েছে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মাঝে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ১০নং সুবিদপুর ইউনিয়নে আগমন এবং হবিগঞ্জ-বানিয়াচং রোড হতে ১৪ কোটি টাকা ব্যয়ে প্রতাপপুর সড়ক উদ্বোধন ও পৌনে ১২টায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদের ৪তলা বিশিষ্ট নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করা হবে।

এসময় উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত পরিসরে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মন্ত্রী। এ সভায় সভাপতিত্ব করবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
দুপুর ১টায় উপজেলা পরিষদ হতে সাগর দিঘির পশ্চিম পাড়স্থ ঈদগাহ মাঠ থেকে হেলিকপ্টারযোগে কুমিল্লার লাকসাম উপজেলার উদ্দেশ্যে গমন করবেন তিনি।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশাকরি সবার সহযোগিতায় মন্ত্রী মহোদয়ের আগমন মাইল ফলক হিসেবে থাকবে।