শিব্বির আহমদ আরজু : আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭০ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দান (সোহরাওয়ার্দী উদ্যান) এক মহা সমাবেশে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ ভাষণটি ছিল খুব বুদ্ধিদীপ্ত।
এ ভাষণের পর পরই সমগ্র বাঙালি জাতি উদ্বেলিত হয়ে উঠে স্বাধীনতার জন্য। বঙ্গবন্ধু বলেছিলেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমি যদি ঘোষণা নাও দিতে পারি তবুও যার যা কিছু আছে তা দিয়ে শত্রুর মোকাবেলা করবে’।
পরবর্তীতে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিনিময়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানি ঘটে।
তখন তাবৎ পৃথিবী দেখতে পায় কিভাবে একটি ভাষণের উপর ভর করে মুক্তিকামী মানুষরা পরামাণু শক্তির অধিকারি পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা পায়। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি ১৩টি ভাষায় অনুবাদ হয়। নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে অভিহিত করে। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ৭ই মার্চ এর ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। যা পৃথিবীর সেরা ভাষণদের একটি।