কাজী মাহমুদুল হক সুজন : দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, অতীতে জনগণের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম, বর্তমানে ও আছি ভবিষ্যতে ও থাকব। আমরা আজীবন মানবতার কল্যানে কাজ করতে চাই।

তিনি বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী গরীব অসহায় এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। মাধবপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌর এলাকায় দুর্গাপুজা উপলক্ষে দুইশত পরিবার পাবে এসব খাদ্য সামগ্রী।