নিজস্ব প্রতিবেদক : আজহার উদ্দিন শিমুল সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মনোনীত হয়েছেন। গত শুক্রবার (২৮ অক্টোবর) কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়। সাংবাদিক শিমুল হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের কাজি মহল্লার গ্রামের প্রয়াত আলা উদ্দিনের ছেলে।
তিনি লেখাপড়ার পাশাপাশি স্থানীয় এবং জাতীয় পত্রিকায় প্রবন্ধ, সাংবাদিকতা ও ভ্রমণ বিষয়ক অনেক লেখা লিখেছেন। বর্তমানে দৈনিক জৈন্তার বার্তা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
শিমুল একজন মেধাবী ছাত্র ও স্পষ্টভাসি ব্যক্তিত্ব হিসেবে সবার কাছে সমধিক পরিচিত। তার লেখায় রয়েছে অনেক মুন্সিয়ানা যা একজন পাঠককে পাঠে আগ্রহ করে তুলে। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।
প্রসঙ্গত- আজহার উদ্দিন শিমুল সিলেট এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক দুই বারের সাধারণ সম্পাদক ও সভাপতি। বর্তমানে একই কলেজে মাস্টার্সে অধ্যয়নরত।