আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে জলসুখা সাব-রেজিস্ট্রার বাবু রাজীব মজুমদারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে অফিস প্রাঙ্গণে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক সভাপতি আলহাজ্ব তাজদিকুল ইসলামের সভাপতিত্বেও মোহরার জয়ন্ত কুমার দেব এর সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাজীব মজুমদার আজমিরীগঞ্জ থেকে বসুরহাট নোয়াখালীতে বদলি করা হয়েছে। রাজীব মজুমদার বলেন, তোমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়কে কখনও প্রশ্রয় দিবে না। তোমাদের কলমের শক্তি সব সময় সত্যকে আকঁড়ে ধরে রাখবে। এছাড়াও তিনি অফিসিয়াল নিয়ম-কানুনের প্রতি জোর দেন এবং কিভাবে সুন্দরভাবে কাজ সম্পাদন করতে হয় এ বিষয়ে গঠনমূলক বক্তব্য রাখেন।
এতে আরও উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব,দলিল লিখক সেক্রেটারি দলিলুর রহমান,অফিস সহকারী আব্দুল হক, মোহরার রীমা রাণী দেব,টি সি মোহরার মিশু, নকল নবীশ ফাতেমা-তুজ-জোহরা ও লুৎফুর রহমান প্রমুখ।