মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ থেকে : আজমিরীগঞ্জ পৌরসভার নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী কমিশনার ( ভূমি ) মোহাম্মদ শফিকুল ইসলাম । ১৭ আগস্ট মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ফারজানা মান্নান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ পৌরসভার পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সরকার পৌরসভায় আজমিরীগঞ্জের সহকারী কমিশনার ( ভূমি ) মোহাম্মদ শফিকুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় ।
দীর্ঘদিন যাবত নির্বাচিত মেয়র নেই পৌরসভায়। পৌরবাসীর অভিযোগের যেন অন্ত নেই। জন্ম মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনীয় সনদ ও অন্যান্য সেবা পেতে ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীকে। নতুন প্রশাসকের খবর শুনে আশার প্রহর গুনছেন এলাকাবাসী।
নতুন নিয়োগ পাওয়া পৌর প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামকে এলাকাবাসীর দুর্ভোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অফিসিয়ালি এখনো আমার কাছে চিঠি আসেনি। আমি দায়িত্ব গ্রহণ করার পর এলাকার সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবো।