মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ থেকে :– হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন, আর এম ও ডাঃ মোঃ সোহরাব হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর আমজাদ হোসেন, আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ আশিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মুজিব, সহ সাধারন সম্পাদক কনোজ ব্যানার্জি, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন মিয়া, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল আহমদ অনিক প্রমুখ।
আলোচনায় উঠে আসে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়ন প্রতিটি ইউনিয়নের হাসপাতালে রোগীদের সেবার মান বৃদ্ধি করা, পরিষ্কার পরিচচ্ছন্নতা ও কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সেবার মান অক্ষুন্ন রাখতে আজমিরীগঞ্জের সাংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন ইউএইচও ডাঃ ইকবাল হোসেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। সমাজের উন্নয়ন কর্মকান্ডে ও মানব সেবায় তাদের ভূমিকা অপরিসীম।