আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাদক ব্যবসায়ীর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯ টায় ৪ নং কাকাইলছেও ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত বোরহান উদ্দিনের পুত্র সুমন মিয়া (২৮), গোয়ালহাটি গ্রামের মোঃ তারা মিয়া পুত্র জুনায়েদ মিয়া (১৯) ও বানিয়াচং কুমড়ী গ্রামের মৃত মোঃ দেওয়ান আলী পুত্র হাবিবুর রহমান( ৩৬) কে গাজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ৩ মাস করে প্রত্যেককে বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ৫০ পুড়িয়া গাজা জনসম্মুখে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। এ সময় এএসআই রেজা এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মাদকের ভয়াল থাবা থেকে আগামী প্রজন্মকে রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।