নিজস্ব প্রতিবেদক : আজমিরীগঞ্জের নোয়াগড় এলাকায় পুলিশের সাথে হেফাজতকর্মীদের সংঘর্ষে ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের পিকআপ ভাংচুর এবং ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্দ জনতা। রোববার (২৮ মার্চ ) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) নুরুল ইসলাম, এস আই মুজিবুর রহমান, পুনয়েল হাসচা, নজিব উল্যাহ ও সহকারি এএসআই জাহাঙ্গির আলম।
ওসি নূরুল ইসলাম বলেন, আজ দুপুরে উপজেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে কিছু লোক রাস্তা অবরোধ করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সড়ক থেকে তাদেরকে যেতে অনুরোধ করে। এসময় তাদের সাথে তর্কবিতর্কের পর হেফাজতকর্মী-সমর্থকরা আমাদের উপর হামলা চালিয়ে আহত করে এবং পিকআপ ভাংচুরসহ ২টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়।