আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার ৯ শত টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার( ৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাকাইলছেও এবং সৌলরী বাজারে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন, ২০১৮ অনুসারে কাকাইলছেও গ্রামের সুরুজ মিয়ার পুত্র জহিরুল ইসলামকে ৩ শত টাকা,রসুলপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শফিকুল মিয়াকে ৫ শত টাকা, রাকেশ সূত্রধরের পুত্র রায়মন সূত্রধরকে ১ শত টাকা ও নর্যাকান্দা গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুল মালেককে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান। এ সময় পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে মাস্ক বিতরণ এবং মাস্ক পরিধান ও নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনা করার জন্য উৎসাহ প্রদান করা হয়।
নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান বলেন, করোনা প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।