শিব্বির আহমদ আরজু/তোফাজ্জুল আহমেদ অনিক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় আজমিরীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। তা ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ না করায় ১ টি প্রতিষ্ঠান এবং রাস্তার উপর মোটর সাইকেল পার্কিং করায় ১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ (প্র.নি.নি) আইন, ২০১৮ অনুসারে ফিরোজ সিকদারকে ২ হাজার, মৃণাল কান্তি রায়কে ৩ হাজার, আবু সালেহকে ১ হাজার, প্রদীপ গোপকে ৩ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রিতেশ রায়কে ১ হাজার এবং দন্ডবিধি ১৮৬০ অনুসারে ইমরান হোসেনকে ২শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া বেশ কয়েকটি দোকানে কারেন্ট জাল বিক্রি হচ্ছে কি না তা তল্লাশি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল। আইনের শাসন রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান।