নিজস্ব প্রতিবিদেক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (০৭ ডিসেম্বর) দুপুর ১২টায় আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্তি ডিআইজি জয়দেব কুমার ভদ্র (বিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ( বিপিএম,পিপিএম)। সভার প্রথমেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং -আজমিরীগঞ্জ সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম এবং আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার। আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি জয়দেব কুমার ভদ্র বলেন, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের মানুষকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ভালো একটি সমাজ এবং পৃথিবী উপহার দিতে সবাইকে নিজ নিজ অবস্হান থেকে সমাজের জন্য ভালো কাজ করারও আহবান জানান তিনি। তিনি আরো বলেন, সমাজকে সুশৃঙ্খলভাবে সাজাতে শিক্ষার কোনো বিকল্প নেই। সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্র -ছাত্রীসহ সকলকের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান । এ সময় প্রধান অতিথি জয়দেব কুমার ভদ্র তাঁর নিজ জন্মস্থান খুলনার পাইকগাছায় ১৯৯০ সালে নির্মিত অনির্বাণ লাইব্রেরী নিয়েও বিভিন্ন আলোচনা করেন। তিনি বলেন, অনির্বাণ লাইব্রেরী প্রতিষ্ঠিত হবার পর থেকেই সমাজের প্রতিটি স্তরে শিক্ষার প্রশারসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

অনির্বাণ লাইব্রেরীর মাধ্যমে খুলনার সাথে সারাদেশের বিশেষ করে সিলেট বিভাগের মানুষের সাথে যে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে সেই বিষয়েও আলোচনা করেন তিনি। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া,সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মনোয়ার আলী, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলা উদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দল কুদ্দুস সেন,কাকাইলছেও ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক ভুইয়া, জলসুখা ইউনিয়ন চেয়ারম্যান ফয়েজ আহাম্মেদ খেলু, শিবপাশা ইউনিয়ন চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, আজমিরীগঞ্জ রামকৃষ্ণ মিশনের সভাপতি নিখিল চন্দ্র বনিক,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্জু কান্তি রায়,উপজেলা যুবলীগের আহবায়ক বাবলু রায়,ছাত্রলীগ সভাপতি মিলুয়ার হোসেন,শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তফছির মিয়া,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক বিপ্লব দেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।