তোফাজ্জুল আহমেদ অনিক, আজমিরীগঞ্জ থেকে : হবিগঞ্জের আজমিরীগঞ্জে লঞ্চ টার্মিনাল ও নৌকা ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার ( ৮আগস্ট) দুপুর ১২ টায় অভ্যন্তরীণ নৌযান চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। এ সময় অধিক যাত্রী বোঝাই করে নৌকা চলাচলের দায়ে ৩ জন নৌকা চালককে ১৯৭৬ অনুসারে অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ডপ্রাপ্তরা হলো জাফর মিয়া (২৩) , শিজিল মিয়া (২৫) ও ফেজু হোসেন (২৯)।

এ ৩জনের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তাদেরকে অভ্যন্তরীণ নৌযান চলাচল অধ্যাদেশ এবং ভবিষ্যতে এধরণের কর্মকান্ড না করার জন্য সতর্ক করে দেয়া হয়। এ সময় বেশ কয়েকটি নৌকা থেকে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দিয়ে নতুন নৌকায় চলাচলের ব্যবস্থা করা হয়। ঘাটের ইজারাদার ও মাঝিদের নৌ চলাচলে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা রাখা, অধিক পরিমানে মালামাল বা লোক পরিবহন না করা ও আবহাওয়া প্রতিকূল হলে মাঝনদী বা হাওরে অবস্থান না করার জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন এস আই রেজার নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল।