আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ সরকার ঘোষিত কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে সকাল থেকেই আজমিরীগেঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে সরকারের নির্দেশনা মেনে বেশিরভাগ দোকানপাট, গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বাজারে জনসমাগমও নিয়ন্ত্রিত রয়েছে। সকলকে নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয় এবং নির্দেশনা অমান্যকারীদের অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান ও সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামসহ একদল পুলিশ । উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।