আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে অমিত হাসান (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের মৃতঃ আবু তালেব মিয়ার পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে বাড়িতে খাবার শেষে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি অমিত হাসান। অনেক খোজাঁখুজির পর ভোর ৫ টার দিকে একই গ্রামের আঃ রব চৌধুরীর বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান প্রতিবেশি এক মহিলা। এ মহিলার শোরচিৎকারে এলাকার মানুষ এসে ঝড়ো হলে থানায় খবর দেওয়া হয়। থানার এস আই এমরান হোসেন ও এএসআই মহসিন মিয়া ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ নামিয়ে সুরতহাল রির্পোট তৈরি করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তালুকদার তরঙ্গ টুয়েন্টিফোর ডট কমকে জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- ৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ