মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ থেকে:- আজমিরীগঞ্জ টু পাহাড় পুর সড়কে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মাজহারুল ( ৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল রবিবার (২০ আগস্ট) সকাল ১০টায় আজমিরীগঞ্জ উপজেলার পৌরসভাধীন ২ নং ওয়ার্ডের আব্দুল হান্নান মিয়ার ছেলে মাজহারুল মিয়া হাওরে জমি দেখে আসার পথে মোটরসাইকেল বন্ধ হয়ে যায়।
পরে মিশুকে দড়ি বেধে নিয়ে আসার সময় অপর দিক থেকে আসা পল্লী বিদ্যুৎ বানিয়াচং জোনাল অফিসের মিটার রিডার মুশাররফ হোসেনের দ্রুতগামী মটর সাইকেল দিয়ে আঘাত করে মাজহারুলের উপর দিয়ে চলে যায়।
গুরুতর অবস্থায় মাজহারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিলেটে প্রেরণ করেন। এ বিষয়ে বানিয়াচং পল্লী বিদ্যুৎ ডিজিএম আব্দুল্লাহ আল মাসুদ জানান, আমি বিষয়টি অবগত হয়েছি।