হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মোড়কে মেয়াদ না থাকার জন্য উপজেলার নগর গ্রামের মোঃ সুফি উল্লা পুত্র মোঃ চাঁন মিয়া ও নারায়ণ মোদকের পুত্র অন্ত মোদককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে অর্থদন্ড প্রদান করা হয়।
পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য যেন কেউ বিক্রি না করে এজন্য সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়। আসন্ন রমজান মাসে সঠিক নিয়মে ক্রেতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।