আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জে “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার, ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান।
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সদরের বিরাট ইউনিয়নে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্হিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী।
জানা যায়, গৃহনির্মাণের ২য় পর্যায়ে উপজেলায় প্রকল্পের অধীনে ৩০ টি ঘর নির্মাণ করা হচ্ছে।