আজমিরীগঞ্জ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত আজমিরীগঞ্জে ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্হানের লক্ষে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) দুপর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও মোঃ মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, ভিক্ষুক মুক্ত হবিগঞ্জ জেলা গঠনের লক্ষে আজমিরীগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অধীনে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে মোট ৩০জন ভিক্ষুক নির্বাচিত করে পুনর্বাসন করা হয়। ভিক্ষুকদের চাহিদা এবং কার্যক্রম অনুসারে খোপসহ মুরগী, ছাগল ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।