আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার সমীপুর হাওরে কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজীব সরকার, মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী ও সমবায় কর্মকর্তা দেবাশীষ দাস প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষি ও কৃষকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।