আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে আজমিরীগঞ্জ বাজারে মোড়কে পন্যের উৎপাদন, মেয়াদ, পরিমাণ ও বিক্রয়মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মায়ের দোয়া বেকারির মোঃ বশির মিয়াকে ১০ হাজার ও শামীম বেকারির মোঃ সাদিকুর রহমানকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। ভবিষ্যতে নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য তাদের সতর্ক করা হয়। এছাড়া মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় সংক্রামক রোগ ( প্রনিনি), ২০১৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে ৩ শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান বলেন, সরকারি আদেশ প্রতিপালনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।