শিব্বির আহমদ আরজু/তোফাজ্জুল আহমেদ অনিক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাল্য বিবাহ পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান এ বিয়ে ভেঙ্গে দেন। সেই সাথে অপ্রাপ্ত বয়স্ক বর এবং কনের পিতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের গরদাইর গ্রামে। সূত্রে জানা যায়,গরদাইর গ্রামের সগলু মিয়ার কন্যা সৌলরী এসটিডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মোছাঃ নদী আক্তার (১৬) এবং মুর্শেদ মিয়ার পুত্র ১০ম শ্রেণির ছাত্র তারেক মিয়া (১৮ এর মধ্যে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান সেখানে উপস্থিত হয়ে বিয়ের অনুষ্ঠান পন্ড করে দেন।
এ অনুষ্ঠানের আয়োজনকারি বর ও কনের পিতাদ্বয় সগলু মিয়া (৫০) এবং মুর্শেদ মিয়া (৪৮) উভয়কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছেলে এবং মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দিবেন না মর্মে তাদের কাছ থেকে অঙ্গীকারনামাও রাখা হয়।এ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন এস আই এমরান এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল।বাল্যবিবাহ রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান।