হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মর্ত্তুজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।
বঙ্গবন্ধু মানে একটি পতাকা, একটি দেশ, একটি জাতি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের কাজ করতে হবে।
জাতির পিতা শিশুদের খুব ভালবাসতেন। ফলে এই দিনটিকে জন্মদিনের সাথে শিশু দিবস হিসেবে পালন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জীবনী নিয়ে আলোচনা করা হয় ।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন উপলক্ষে কেক কাটা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও তাঁর আত্বার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।