মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ থেকে : হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় বনবাসী দাস (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বদলপুর (উত্তর হাটি) থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ২০লিটার চোলাইমদসহ বানবাসিকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন এসআই মোঃ তরিকুল হাসান হিমনের নেতৃত্বে একদল পুলিশ। বানবাসী দাসের বিরুদ্ধে ইতোপূর্বে থানায় মামলা রয়েছে। এ ঘটনায় এসআই তরিকুল হাসান হিমন বাদী হয়ে আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।