তোফাজ্জুল আহমেদ অনিক, আজমিরীগঞ্জ থেকে : আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খানের মধ্যস্থতায় পাহাড়পুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দীর্ঘদিনের সৃষ্ট বিরোধ নিস্পত্তি করা হয়েছে। সোমবার ( ১০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষের সৃষ্ট বিরোধ সমাধান করে দেন তিনি।
পাহাড়পুর বাজারের উন্নয়ন ও সমন্বয়ের স্বার্থে স্বচ্ছতার সহিত ও সুষ্ঠুভাবে কাজ করার জন্য কমিটির সদস্য এবং সকল ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। এ সময় একযোগে সকল মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্যবসায়ীরা। এ ঘটনায় উপজেলার সর্বত্র প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান। তিনি যোগদানের পর থেকেই উপজেলা থেকে বিভিন্ন অনিয়ম-দূর্নীতি দূর করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। যা সর্ব মহলে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হয়েছে।