তোফাজ্জুল আহমেদ অনিক, আজমিরীগঞ্জ থেকে : হবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪ টা থেকে সন্ধা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সীমান্ত ঘেষা রাহেলা ও কামালপুর ওয়ার্ডে পানিবন্দী মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য।
২ ওয়ার্ড মিলে মোট ৬৫ টি বানবাসী পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেজ (১০ কেজি চাল, ১ কেজি লবণ, ১ লি: সোয়াবিন তৈল, ৫০০ গ্রাম নুডলস, ১ কেজি ডালসহ ১০ টি আইটেম) বিতরণ করা হয়। উল্লেখ্য, রাহেলা ও কামালপুর ওয়ার্ডের পানিবন্দী মানুষের অবস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইও ইতিপূর্বে গতমাসে সরেজমিনে পর্যবেক্ষণ করেছিলেন। উপস্থিত সকলকে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের জন্য দোয়া এবং দূর্যোগকালিন সময়ে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়।