তোফাজ্জুল আহমেদ অনিক, আজমিরীগঞ্জ থেকে : হবিগঞ্জের আজমিরীগঞ্জে মরিয়ম নামে (৫) বছর বয়সী এক শিশু পানিতে পড়ে মারা গেছে। সে উপজেলার কাকাইলছেও ইউনিয়ন এর মাহমুদপুর গ্রামের জাহাঙ্গির মিয়ার কন্যা।
সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) দুপুরে খেলতে গিয়ে বন্যার পানিতে পড়ে ডুবে যায় শিশু মরিয়ম। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পানি থেকে শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষো করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।