আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের চৌধুরী বাজারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ন্যায্যমূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে গুদামজাত করায় শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মোঃ রুকু মিয়া (৫৫) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত । সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪.৪৫ টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের চৌধুরী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান ।

অবৈধভাবে চাল গুদামজাত করার সময় উপজেলার যশকেশরী গ্রামের মৃত আব্দুল হাসিম এর পুত্র রুকু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুসারে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় অবৈধভাবে গুদামজাত করা ৩,৮৩০ কেজি চাল জব্দ করা হয় , এবং জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়। এ অভিযানে সহযোগিতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ । মতিউর রহমান বলেন, জনস্বার্থে তাদের অভিযান অব্যাহত থাকবে।