আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ তৈরীর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ( মুচিবাড়িতে) এ অভিযান পরিচালনা করেন ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিগণ হচ্ছেন, মৃত শুকদেব এর মেয়ে সৌমিতা রবিদাস ও মৃত বছন রবিদাস মেয়ে লিলিমা রবিদাস।

অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন যাবত চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ এবং মদ তৈরীর সরঞ্জামসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে এ ২মহিলাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুসারে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মদ ও মদতৈরীর সরঞ্জাম জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন শিবপাশা ফাঁড়ি পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান বলেন, উপজেলাকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।