তোফাজ্জুল আহমেদ অনিক, আজমিরীগঞ্জ থেকে : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৩৫ লিটার চোলাই মদসহ উর্মী রবিদাস(১৮) নামে এক মহিলাকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খাঁন ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা অর্থ দন্ড প্রদান করেন ৷ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খাঁন ৪নং কাকাইলছেও ইউনিয়নের সাহা নগর মুচি বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাই মদসহ আবু রবি দাসের মেয়ে উর্মী রবিদাসকে আটক করেন ৷
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উর্মী রবিদাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শ’ টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয় ৷ জব্ধকৃত চোলাইমদ কাকাইলছেও বাজারে জন সম্মুখে বিনষ্ট করা হয় ৷ এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খাঁন বলেন–মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে ৷ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ৷