শিব্বির আহমদ আরজু : আজমিরীগঞ্জে ইভটিজিং এর অভিযোগে জাহেদ মিয়া (২১) নামে এক বখাটেকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ( ৩১ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর ভ্রাম্যমাণ আদালত এ দন্ডাদেশ প্রদান করেন। সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভার নগর এলাকার আতাউর মিয়ার ছেলে জাহেদ মিয়া নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে জনৈক এক মহিলার সাথে অশালীন ব্যবহার এবং ইভটিজিং এর ঘটনা ঘটে। এ অভিযোগে বখাটে জাহেদ মিয়াকে আটক করে দন্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ঈভটিজিং এর বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান চলমান থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান আজমিরীগঞ্জে যোগদানের পর থেকে দৃশ্যত আইন শৃঙ্খলা উন্নয়নসহ ত্বড়িৎগতিতে অরাধসমূহ রোধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে নিষিদ্ধ কারেন্ট জাল, কোনা জাল ও ভেড়জালসহ অন্যান্য নিষিদ্ধ জাল হাওড় থেকে উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ফলে হাওড়ে নানানজাতের মাছ বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় অত্যন্ত সহায়ক হবে বলে জানিয়েছেন সচেতন মহল।