মখলিছ মিয়া ॥ আজমিরীগঞ্জে অসামাজিক কাজ করতে গিয়ে যুবক, যুবতী ধরাশায়ী। পরে ভ্রাম্যমান আদালতে তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ২৪ জুলাই) বিকেল ৫টার দিকে আজমিরীগঞ্জ সদর উপজেলার হাসপাতালের সন্নিকটে। এলাকাবাসীর পাঠানো তথ্যানুসারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে অসামাজিক কাজ করার সময় কাউসার মিয়া (২১), জয়েস মিয়া (২০) ও যুবতী (২০) কে আটক করা হয়।
আটককৃত এইচএসসি পরীক্ষার্থী হওয়ায় তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নিয়ে শুধুমাত্র অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এধরণের কর্মকান্ডের জন্য কঠোর শাস্তি প্রদান করা হবে মর্মেও আদালত তাদের শাসিয়ে দেয়। আটককৃতদের প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে এসআই মফিদুল ইসলামের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।