তোফাজ্জুল আহমেদ অনিক, আজমিরীগঞ্জ থেকে : হবিগঞ্জের আজমিরীগঞ্জে অবৈধ উপায়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ১জনকে আটক ও ৫ হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়।এ সময় ৩টি মেশিন জব্ধ করে থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃত ব্যক্তি নজরুল ইসলাম (৪০)উপজেলার মন্দরী গ্রামের নাগর উল্লাহর পুত্র।

সূত্রে জানা যায়, উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান অভিযান চালিয়ে ৩টি মেশিন জব্ধ, ৫ হাজার মিটার পাইপ আগুনে ফুরিয়ে ধ্বংস ও নজরুল ইসলাম নামে ১জনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন এস আই ইকবালের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ।অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান।