নিজস্ব প্রদিবেদক : আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামে ডাকাতি করতে গিয়ে শাবুল মিয়া (২৫) নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার পাহাড়পুর গ্রামের রমজান আলীর পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টায় পশ্চিমভাগ গ্রামের বন্দের বাড়ির কাশেম মিয়ার বাড়িতে ৮/১০ জনের সংঘবদ্ধ একদল ডাকাত হানা দেয়। প্রথমে মামি বলে পানি পানের জন্য দরজায় নক করলে সরল বিশ্বাসে মহিলারা দরজা খোলে দেন। এ সময় ডাকাতদল ঘরের সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। ডাকাতদের কবল থেকে পরিবারের একজন সদস্য ছুটে ডাকাত বলে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে শাবুল মিয়াকে আটক করতে সমর্থ হন। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃত ডাকাত শিবপাশা ফাঁড়ি পুলিশে আছে বলে ‘তরঙ্গ টুয়েন্টিফোর ডট কমকে’ নিশ্চিত করেছেন এস আই আমিনুল ইসলাম।
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জের পশ্চিমভাগ গ্রামে এক ডাকাত আটক
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৮:৪৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- ৪০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ