আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সিএনজি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে দিয়েছেন আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সালিশ বিচারের মাধ্যমে এ বিরোধটি নিস্পত্তি করে দেন তিনি। সালিশ বিচারে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনোয়ার আলী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, মিজানুর রহমান খান, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের এ বিরোধটি নিস্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, আইন শৃঙ্খলা রক্ষায় বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন বিরোধ সালিশ বিচারের মাধ্যমে একের পর এক নিস্পত্তি করে দিচ্ছেন এমপি আব্দুল মজিদ খান। ফলে সাধারণ মানুষজন বেজায় খুশি। বিরোধ নিস্পত্তি করে দেওয়ার পাশাপাশি আর যেন এর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে কঠোরভাবে নির্দেশা দিচ্ছেন তিনি।
Aa