মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ থেকে : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জন্মস্থান সুনামগঞ্জ জেলার শাল্লা থানা এলাকায় আগমন উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) আজমিরীগঞ্জ থানায় সংক্ষিপ্ত পরিদর্শন করেন। এসময় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ আইজিপিকে গার্ড অব অনারসহ ফুলেল শুভেচ্ছা দেন।
থানার কম্পাউন্ড ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ করেন। আইজিপি বলেন, থানার অফিসার ও ফোর্সের সুবিধার্থে থানায় একটি নতুন ডরমেটরি ভবন করা হবে। যা দ্রুত বাস্তবায়ন হবে। স্থানীয় সাংবাদিক এবং সুধীজনের উপস্থিতিতে আইজিপি বাল্যকাল এবং ছাত্রজীবনের স্মৃতি রোমন্থন করে বলেন, শাল্লা এবং আজমিরীগঞ্জ একই সূত্রে গাঁথা।
ছাত্রজীবনে পড়ালেখাকালীন সময়ে শাল্লা থেকে আজমিরীগঞ্জ হয়ে যাওয়া আসা করতেন। আজমিরীগঞ্জের রাস্তাঘাট এবং প্রবাহমান কালনী নদী এখনো তার স্মৃতিতে ফুটে উঠে। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি পুরোনো প্রতিষ্ঠান। আমরা জাতীয়ও ইউনিয়ন নির্বাচন কাউন্সিলের বিভিন্ন নির্বাচন, সাধারণ মানুষের ঈদ যাত্রা, পুজা উৎসোবসহ সব ধরনের উৎসব উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা দিয়ে আসছি।
এতে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছি। আমাদের দেশে এক সময় একটা জঙ্গিবাদের তৎপরতা লক্ষ্য করেছি। প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্সের রীতির আলোকে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে। যার কারণে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে আমাদের দেশে নিয়ন্ত্রণে রয়েছে। যখনই তারা মাথাচাড়া দেয়ার চেষ্টা করেছে তখনই আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করেছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন বাংলাদেশ পুলিশের ভূমিকায় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ পুলিশ আগামী নির্বাচনে দায়িত্ব পালন এবং নির্বাচনের যে কোন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলার জন্যও প্রস্তুত রয়েছে”। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম), হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো. মাসুদ রানা (পিপিএম), উপ-কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ- কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সিআইডি শাখার পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ প্রমুখ।