বদরুল লস্কর, বানিয়াচং থেকে : বানিয়াচং ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ এর কার্যালয় থেকে ১শ’৫৯ জনকে প্রধান অতিথি হিসেবে ভাতার বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, উপজেলা সহকারি সমাজসেবা কর্মকর্তা রতন বাবুসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গরীব-অসহায়, বয়স্ক, দরিদ্র ও প্রতিবন্ধীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।এ নিয়ে যদি কেউ কোন দূর্নতি বা হয়রানি করে তাহলে এর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য সময় এসব ভাতাপ্রাপ্ত মানুষরা উপজেলা থেকে ভাতার কার্ড নিয়ে আসতেন। আমি নির্বাচিত হওয়ার পর তাদের কষ্ট লাঘবে যার যার ইউনিয়ন পরিষদে গিয়ে কার্ড দিচ্ছি।