শিব্বির আহমদ আরজু/আবদাল মিয়া : বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার কৃষকদের প্রতি অত্যন্ত আন্তরিক। এদেশে একসময় কৃষকরা সারের জন্য পুলিশের গুলি খেয়েছে, এমনকি প্রাণও দিতে হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে কৃষকদের বিভিন্ন উপকরণ সহজ করে দিয়েছে। শুধু তাই নয়, সড়ক কালভার্ট,ব্রীজ, মসজিদ-মন্দির, মাদ্রাসা, স্কুল-কলেজ, স্বাস্থ্যসহ সবক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। কাজেই আগামীদিনে বাংলাদেশ কৃষকলীগের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জনাব আলী সরকারি কলেজ মিলনায়তনে বানিয়াচং উপজেলা কৃষকলীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোজাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল হক সেবুল ঠাকুরের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ূন কবির রেজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক কামাল উদ্দিন লাল মিয়া ও বানিয়াচং উপজেলা যুবলীগ সভাপতি ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া। বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সুলতান মিয়া, সামাল হোসেন, মহিবুল ইসলাম কাউছার, রাসেল পারভেজ, হেলাল মেম্বার, চন্দন কুমার দাস, অ্যাডভোকেট সারোয়ার, রুহুল আমীন, এস এম সোহাগ ও কাউছার আহমদ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষকলীগ নেতা হাফেজ আলা উদ্দিন ও গীতা পাঠ করেন ইন্দ্রজিৎ বৈষ্ণব। এসময় প্রধান অতিথি ৩’শ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করেন।
ক্যাপশন- বক্তব্য রাখছেন সুনামগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
উল্লেখ্য, কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বানিয়াচং উপজেলা সদরের ৪নং ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা ঐতিহ্যবাহী বড় বাড়ির সন্তান। তিনি সুনামধন্য ক্রিড়াবিদ ও এল আর সরকারি উচ্চবিদ্যালয় এর শিক্ষক মরহুম আব্দুল হাই খান এর কন্যা এবং ক্রিড়াবিদ এনামুল মোহিত খান এর ছোট বোন।