আব্দাল মিয়া/সাহিদুর রহমান/ আক্তার হোসেন আল হাদী, বানিয়াচং : হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম বলেন, বানিয়াচংকে আমরা মাদক, জুয়া, সুদ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমুক্ত রাখতে চাই। এ ক্ষেত্রে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সাংবাদিক সমাজসহ সচেতন মহল তথ্য দেন, তথ্য দাতার নাম গোপন রেখে যে কোন অপরাধ মুলোৎপাঠনে পুলিশ বদ্ধ পরিকর। তা ছাড়া আমাদের বানিয়াচং থানার প্রত্যেক পুলিশ সদস্য শতভাগ মাদকমুক্ত। মাদকসেবী এবং বিক্রেতা যেই হোক তাদের কোন রেহাই নেই। সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বানিয়াচং থানায় বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বানিয়াচং কিন্তু আপনাদের।
এ জনপদের ভালো এবং মন্দ আপনারাই ভোগ করবেন। আর আমরা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে চাকুরী সূত্রে এখানে এসেছি, তারা ২/৩ বছর পর অন্যত্র চলে যাব। এরপরও আমরা নিজেদের প্রাণ উজাড় করে দিয়ে আইন শৃংঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে আপনারা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচংকে মাদকসহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্সে নিয়ে আসতে চাই। এ ক্ষেত্রে প্রত্যেক পুলিশ সদস্য অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আর বিশেষ করে বানিয়াচংয়ে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি প্লাটফরমে এনে দেওয়ায় জাতীয় প্রেসক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক সাখাওয়াত কাওছার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন সভাপতির বক্তব্যে বলেন, আমাদের হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ (পিপি এম- বিপি এম) স্যার অত্যন্ত মেধাবী ও দূরদর্শী। স্যার বানিয়াচংয়ের আইন শৃঙ্খলা রক্ষায় আন্তরিক। আপনারা (সাংবাদিক ও সচেতন সমাজ) বিভিন্ন অপরাধের তথ্য দেন। দেখবেন অতি দ্রুত যে কোন অপরাধ দমনে পুলিশ কাজ করতে অনেক সহজ হবে। এখন বিংশ শতাব্দির যুগে তথ্য অনেক বড় একটি শক্তি। সেই শক্তিকে কাজে লাগাতে চাই আমরা। আমি যতদিন বানিয়াচংয়ে থাকব, ততদিন এ অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।
এ ক্ষেত্রে এখানকার সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। এস আই আব্দুস সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, ২০২১-২২ সেশনের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি ও তরঙ্গ টোয়েন্টিফোর ডট কম এর উপদেষ্টা সম্পাদক মখলিছ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, উপদেষ্টা আক্কাস খান, তরঙ্গ টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক শিব্বির আহমদ আরজু, ভোরের কাগজের প্রতিনিধি জীবন আহমেদ লিটন, বানিয়াচং বার্তার সম্পাদক ফরহাদ হোসেন সুমন, সময়ের আলোর প্রতিনিধি আশিকুল ইসলাম, সিলেটভিউ এর প্রতিনিধি প্রভাষক জসিম উদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন, শেখ সফিকুল ইসলাম সফিক, আতাউর রহমান মিলন, একাত্তর এর কথার প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, তরঙ্গ টোয়েন্টিফোর প্রতিনিধি মোক্তাদির হাসান সেবুল, তাপস হোম, কবি এম আর ঠাকুর, তৌহিদ হাসানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।