আবদাল মিয়া : “ মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্যকে ধারণ করে বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমান এর সঞ্চালনায় পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, ১নং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ১১নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, সাংবাদিক নেতা এস এম খোকন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ সেলিম বলেন, আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশিং কমিটির উদ্দেশ্য হচ্ছে জনতা-পুলিশ অপরাধ দমনে এক সাথে কাজ করা। এ ক্ষেত্রে সচেতন মহলসহ মায়েরা সচেতন হলে আইন শৃঙ্খলা প্রভূত উন্নয়ন সাধিত হবে। স্বাগত বক্তেব্য থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, জঙ্গি দমনে বিশ্বের মধ্যে সুনাম অর্জন করেছে বাংলাদেশের পুলিশ। একসময় বানিয়াচং দাঙ্গা পীড়িত এলাকা হিসেবে চিন্থিত ছিল। সেখান থেকে অনেক উন্নতি ঘটেছে। মদ-জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, এসআই আব্দুস সাত্তার, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু, সাংবাদিক শামীম চৌধুরী, দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি সজিব হাসানসহ বিভিন্ন বাজার ও ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিবৃন্দ।