শেখ মোঃ আলমগীর : খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক উল হক এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন হবিগঞ্জ-২ আসনের এমপি ও মহান জাতীয় সংসদের বেসরকারি বিল সংক্রান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। এমপি আব্দুল মজিদ খান বলেন, ব্যারিস্টার রফিক উল হক ছিলেন বিচারাঙ্গণে বটবৃক্ষের ন্যায়। তিনি যা উপার্জন করেছেন তা দেশের মানুষের জন্য দান করে গেছেন। এমন মহৎপ্রাণের মানুষ এ সমাজে বিরল। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ শুন্যতা সহজে পূরণ হবার নয়।
উল্লেখ্য, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।