নিজস্ব প্রতিবেদক : পুলিশ সুপার মোহ্যাম্মদ উল্লা বিপিএম,পিপিএম হবিগঞ্জ জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ সভা করেছেন। পরামর্শ সভায় তিনি বলেছেন, হবিগঞ্জ জেলায় দায়িত্বের দুই বছর অতিক্রান্ত করতে পেরেছি। উল্লেখিত সময়ের মধ্যে পুলিশ প্রশাসনের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলা’র উন্নতি ও জনকল্যাণমুখী কাজ করেছি। হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালীন শেষ সময় পর্যন্ত আইন শৃঙ্খলা ও জনকল্যানে কাজ করে যাবো। এ সময় তিনি দাঙ্গা ও মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের লোক সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন। ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পরামর্শ সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার মোহ্যাম্মদ উল্যাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান, হবিগঞ্জ প্রেসক্লাবে’র সভাপতি ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক সায়েদুজ্জামান জাহির,সিনয়র সাংবাদিক শফিকুর রহমান, ফজলুর রহমান , হারুনুর রশীদ চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নাহিজ,চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মাসুদ আলী চৌধুরী ফরহাদ, শাকিল চৌধুরী, প্রদীপ দাস দাগর, বানিয়াচং প্রেসক্লাবে’র সভাপতি মোশাহেদ মিয়া, সাধারন সম্পাদক খলিলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবে’র সভাপতি সারোয়ার শিকদার,চুনারুঘাট প্রেসক্লাবে’র সভাপতি আফজাল আলী। এছাড়াও হবিগঞ্জ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা ও জনকল্যানে হবিগঞ্জ জেলার দায়িত্বের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবো- পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১০:৪৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- ৩০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ