আব্দাল মিয়া, বানিয়াচং : প্রাণঘাতি করোনা ভাইরাস কোভিট- ১৯ এ বেকার হয়ে পড়া অসহায়-দরিদ্র মানুষের পাশে ঈদ পরবর্তীতে আবারও দাঁড়িয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। শুক্রবার (২৯ মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর সরকার কতৃক লকডাউনের ফলে বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় বেকার হয়ে অসহায় হয়ে পড়া মানুষদেরকে ব্যক্তিগত তহবিল থেকে সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন।
যা সর্ব মহলে প্রশংসায় ভাসছেন তিনি। অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল সাবেক মরহুম এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ (স্যারের)’র সন্তান। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য। তিনি জনসেবাকে এবাদত মনে করে এ মহান কাজে ব্রত আছেন।