ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক মঈন উদ্দিন এঁর পিতার মৃত্যুতে তরঙ্গ২৪.কম পরিবার গভীরভাবে শোকাহত Logo গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন Logo মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাব Logo দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ‘বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম’ নেতৃবৃন্দ Logo নূরানী শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ২য় হয়েছে গ্যানিংগঞ্জ বাজার নূরানী মাদ্রাসার ছাত্রী মুনতাহা আক্তার Logo বানিয়াচংয়ে ১২কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo বানিয়াচং শাহজালাল কে.জি স্কুল ২০২৩ বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য Logo চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ডা. ইলিয়াছ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত Logo ৪০তম তাফসিরুল কোরআন মহা সম্মেলন সফল করায় আলহাজ্ব রেজাউল মোহিত খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo ইফার সাবেক ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদের মৃত্যুতে জেলা মউশিক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের শোক

ক্ষিপ্ত পাপন বললেন, এভাবে চলতে দেয়া যায় না

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৪:০০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে

তরঙ্গ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের কাছে পরপর দুই টেস্টে হতাশাজনক হার হজম করতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দলের এমন অবস্থা কেন? সে বিষয়ে সবার কাছে জবাবদিহি চাওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। শুধু তাই নয়, দ্রুত এ অবস্থার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

রোববার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। সফরকারীদের ছুড়ে দেয়া ২৩১ রানের জবাবে টাইগাররা অলআউট হয়েছে ২১৩ রানে, ম্যাচ হেরেছে ১৭ রানের ব্যবধানে, যা কি না রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানের পরাজয়। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই মূলত দ্বিতীয় ম্যাচটি হারল বাংলাদেশ।

অন্যদিকে প্রথম ম্যাচে ছিল বোলারদের স্পষ্ট ব্যর্থতা। ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য বেঁধে দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামের সেই ম্যাচে এক পেসারের সঙ্গে দলে নেয়া হয়েছিল চার স্পিনার। দ্বিতীয় ম্যাচে কম্বিনেশন বদলায়নি, স্পিনার একজন কমালেও সেই এক পেসার নিয়েই নামে স্বাগতিকরা। এটি নিয়েই ক্ষুব্ধ বিসিবি বিগ বস।

ম্যাচ ও সিরিজ হারের পর রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাপন বলেন, ‘হাতেগোনা কয়টা স্পিনার আছে আমাদের? সাকিবকে আপনি বাদ দিন। এ ছাড়া স্পিনার কয়টা আছে আমাদের? দু-তিনজন… কিন্তু আমাদের অনেকগুলো ভালো পেসার আছে।’

স্কোয়াডে বেশি পেসার নিয়েও না খেলানোয় ক্ষোভ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, ‘পরিবর্তন তো আনা হয়। খেলানো তো হয় না। এমনিও তো (স্কোয়াডে) পাঁচটা পেসার আছে। কিন্তু কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল খেলেনি। এখানেও অন্তত দুজন খেলবে আমাকে কনফার্ম করেছে। কিন্তু খেলেনি কেন?’

এসময় সবার কাছে জবাবদিহি চাওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাকে তো বলা হয়েছে (বেশি পেসার) খেলবে। পরে তো দেখি (মাঠে) নামছে না। ক্যাপ্টেন আর কোচ (ডিসিশন মেকার) এখানে, আমরা কেউ নেই তো আর। (জবাবদিহি) চাইব সবার কাছে অবশ্যই। শুধু ক্যাপ্টেন আর কোচ না। সবার কাছে চাইব।’

বিসিবিপ্রধান জোর দিয়েই জানান, সমাধান হবে সবকিছুর, ‘সমাধান খুবই সহজ, সমাধান হবে। এভাবে চলতে দেয়া যায় না। আমি আফগানিস্তানের (২০১৯ সালের পরাজয়) পরে বেশিকিছু বলতে চাইনি, কিন্তু আজ আপনাদের আমি বললাম। এটা পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। যেভাবেই হোক…।
সূত্র : জাগো নিউজ

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মঈন উদ্দিন এঁর পিতার মৃত্যুতে তরঙ্গ২৪.কম পরিবার গভীরভাবে শোকাহত

ক্ষিপ্ত পাপন বললেন, এভাবে চলতে দেয়া যায় না

আপডেট সময় ০৪:০০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

তরঙ্গ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের কাছে পরপর দুই টেস্টে হতাশাজনক হার হজম করতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দলের এমন অবস্থা কেন? সে বিষয়ে সবার কাছে জবাবদিহি চাওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। শুধু তাই নয়, দ্রুত এ অবস্থার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

রোববার ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। সফরকারীদের ছুড়ে দেয়া ২৩১ রানের জবাবে টাইগাররা অলআউট হয়েছে ২১৩ রানে, ম্যাচ হেরেছে ১৭ রানের ব্যবধানে, যা কি না রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানের পরাজয়। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই মূলত দ্বিতীয় ম্যাচটি হারল বাংলাদেশ।

অন্যদিকে প্রথম ম্যাচে ছিল বোলারদের স্পষ্ট ব্যর্থতা। ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য বেঁধে দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামের সেই ম্যাচে এক পেসারের সঙ্গে দলে নেয়া হয়েছিল চার স্পিনার। দ্বিতীয় ম্যাচে কম্বিনেশন বদলায়নি, স্পিনার একজন কমালেও সেই এক পেসার নিয়েই নামে স্বাগতিকরা। এটি নিয়েই ক্ষুব্ধ বিসিবি বিগ বস।

ম্যাচ ও সিরিজ হারের পর রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাপন বলেন, ‘হাতেগোনা কয়টা স্পিনার আছে আমাদের? সাকিবকে আপনি বাদ দিন। এ ছাড়া স্পিনার কয়টা আছে আমাদের? দু-তিনজন… কিন্তু আমাদের অনেকগুলো ভালো পেসার আছে।’

স্কোয়াডে বেশি পেসার নিয়েও না খেলানোয় ক্ষোভ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, ‘পরিবর্তন তো আনা হয়। খেলানো তো হয় না। এমনিও তো (স্কোয়াডে) পাঁচটা পেসার আছে। কিন্তু কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল খেলেনি। এখানেও অন্তত দুজন খেলবে আমাকে কনফার্ম করেছে। কিন্তু খেলেনি কেন?’

এসময় সবার কাছে জবাবদিহি চাওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাকে তো বলা হয়েছে (বেশি পেসার) খেলবে। পরে তো দেখি (মাঠে) নামছে না। ক্যাপ্টেন আর কোচ (ডিসিশন মেকার) এখানে, আমরা কেউ নেই তো আর। (জবাবদিহি) চাইব সবার কাছে অবশ্যই। শুধু ক্যাপ্টেন আর কোচ না। সবার কাছে চাইব।’

বিসিবিপ্রধান জোর দিয়েই জানান, সমাধান হবে সবকিছুর, ‘সমাধান খুবই সহজ, সমাধান হবে। এভাবে চলতে দেয়া যায় না। আমি আফগানিস্তানের (২০১৯ সালের পরাজয়) পরে বেশিকিছু বলতে চাইনি, কিন্তু আজ আপনাদের আমি বললাম। এটা পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। যেভাবেই হোক…।
সূত্র : জাগো নিউজ