শিব্বির আহমদ আরজু : বানিয়াচং ১৪নং মুরাদপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। গতকাল বৃহস্পতিবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পে গিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,
মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস প্রমুখ।
জেলা প্রশাসক ইশরাত জাহান বন্যার্ত মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা ত্রাণের জন্য কোন চিন্তা করবেন না। ত্রাণের পাশাপাশি স্বাস্থ্যসেবাও পাবেন সরকারের পক্ষ থেকে। এ ক্ষেত্রে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন অত্যন্ত সচেষ্ট আছে।