নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে সদরে বন্যায় দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। মঙ্গলবার (২১ জুন) দিন ব্যাপি বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস,
৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আরফান উদ্দিন, ডা. ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা পরিষদের সিএ ফয়জুর রহমান রুবেল, ইউপি সদস্য ও শ্রমিক নেতা মোঃ শাহেদ মিয়া, সৈয়দদ নুরুল হুদা, তোফাজ্জুল হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।
ডা. ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়, তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিলাপাঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিনিয়র ফাজিল মাদ্রসার আশ্রয়ণ কেন্দ্রসহ ৫টি কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করা হয়।